আমরা Mobile দিয়ে Internet Browsing এর জন্য সাধারনত সবচেয়ে বেশি ব্যবহার করি Opera Mini।
কিন্তু সমস্যা হল আমাদের বেশিরভাগ Mobile এ বাংলা Language নাই। তাই আমরা যখন Internet Browsing করি তখন যদি কোন বাংলা লেখা বা Script আসে, তখন তা ঠিক এমনটাই দেখা যায়
।
যা কারও পক্ষে বুঝা সম্ভব না। এ অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই সহজ। এ জন্য আপনার Opera Mini-র Address Bar এ গিয়ে টাইপ করুন “0pera:config”
তারপর OK বাটনে ক্লিক করলে নিচের ছবির মত ১টি পেজ আসবে।
তারপর পেজটির একদম নিচের/শেষের দিকে গেলে ছবিতে Mark করা মেনু টি পাবেন।
এখন No লেখা Box টিতে ক্লিক করলে ১টি Pop-up Box আসবে যাতে Yes এবং No ২টি Option থাকবে। সেখান থেকে Yes সিলেক্ট করে Save এ ক্লিক করুন
এখন থেকে আপনি আপনার বাংলা language বিহীন Mobile এ Opera Mini দিয়ে বাংলা দেখতে পারবেন ঠিক নিচের ছবির মত।
Opera Mini-র প্রায় সব Version এই এটা support করবে। যা ১০০% পরিক্ষিত।
Please express your feeling
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন