Hi this is Asif.আমার সাইটকে আপডেট করা হয়েছে। এখন থেকে আপনারা এখান থেকে নতুন অডিও গান,ভিডিও গান,ফুল ভারশন সফটওয়্যার,মোবাইল রিংটোন ও সফটওয়্যার,ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরো পাবেন নানা আজানা তথ্য,ধন্যবাদ। .

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

জ্বর কি এবং বৃষ্টিতে ভিজলে বা শরীরে হঠাৎ ঠান্ডা পানি পরলে জ্বর কেন হয়?

জ্বর কোনো রোগ নয়, এটি রোগের উপস্বর্গ মাত্র। আমাদের শরীর অনেক শিরা, উপশিরা দিয়ে গঠিত। আর সব কিছুর ‘Control Panel’ হচ্ছে ‘Brain’। নার্ভাস সিস্টেম মূলত জ্ব্ররের ত্রাতা। শরীরে যখন অতিরিক্ত কোনো কিছুর ‘Feel’ হয় তখন সেটা ‘Brain’ এ পাঠিয়ে দেওয়াই নার্ভাস সিস্টেম এর কাজ। অনেক সময় দেখা যায় আমরা ঠান্ডা পানিতে গোসল করলে জ্বর আসে আবার অনেক সময় আসে না। এটা কেন??
আমরা হঠাৎ করে গায়ের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে জ্ব্রর আসার সম্ভবনা বেশি। কিন্তু যদি প্রথমে হাত, আস্তে আস্তে গায়ে একটু করে পানি দিয়ে গোসল শুরু করি তবে জ্বর আসার সম্ভবনা খুব কম!!
কেন এমন হয়??
হঠাৎ করে গায়ে অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে শরীরের তাপমাত্রার বড় পরিবর্তন আসে, যেটা অত্যান্ত কম সময়ের মধ্যে নার্ভাস সিস্টেম কাছে একটি ইলেক্ট্রিক শক’র মত। ফলে উত্তেজনায় শরীরের ছোট ছোট শিরাগুলো বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা কমানো বা বের করে দেয়া অসম্ভব হয়ে যায়। শরীরের ভেতর তাপমাত্রা আটকে থেকে তার বহিপ্রকাশ জ্ব্রররে মাধ্যমে ঘটায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন