মুসলিমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন
ধরনের ভবন, মসজিদ বা ইবাদত খানা তৈরি করে গেছেন। এর মধ্যে বেশির ভাগই
অন্যন্ত সুন্দর। যাকে বলা হয় “মুসলিম স্থাপত্যের নিদর্শন”। এই নির্দশনগুলো
খুবই চমৎকার ও জটিলও বটে। এর বেশির ভাগই হয়ত আমারা দেখি নি। হয়ত কখনওই
দেখা সম্ভব হবে না। কিন্তু এই বলে তো থাকা যায় না? দেখতে তো মন চায়। তাই
আমি আপনাদের এই দেখা কে একটু সহজ করে দিলাম। নিয়ে এলাম আপনাদের জন্য কিছু
অসাধারণ সুন্দর ও পবিত্র কিছু মসজিদের নির্দশন। অবশ্যই মন্তব্য করবেন, কেমন
হয়েছে।
খানকা শরীফ বা মক্কা শরীফ
হযরত মোহাম্মদ (সঃ) এর মসজিদ
বরেন্দ্র এর সুন্দর মসজিদ
সামির ছবিটি তুলেছে।
বাহরাইনের গ্রান্ড মসজিদ
ছবিটি তুলেছে Tylerdurden1
পুটরা জয়া মসজিদ
গ্রান্ড মসজিদ Al-Mashun
সুন্দর বরুনী মসজিদ
ছবি তুলেছেন Melissa Maples
ছবি তুলেছেন Sarawak State Mosqu
বরুনীর সুন্দর কিছু মসজিদ
ছবি তুলেছেন Asifpk
//
//
//
ছবি তুলেছেন Asifpk
নীল মসজিদ
ছবি তুলেছেন Philip Perfect
এখানে বাছাই করে ৪০টি মুসলিম স্থাপত্যের নির্দশন মসজিদ দিলাম। কেমন হল পোষ্টটি অবশ্যই সবাই জানাবেন। ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন