পৃথিবীর সবচেয়ে মেধাবি মানুষটিকে নিয়ে…….দেখুন তাহলে কে সে?
বর্তমানে পৃথিবীর সবচেয়ে মেধাবি মানুষটি হচ্ছে আমেরিকার পেনসিলভিনিয়া রাজ্যের ফেরিস এলগার। ৮৬ বছর বয়সের এই অসাধারণ মানুষটি স্কুল কলেজের আনুষ্ঠানিক শিক্ষা না নিয়েও অনেক বিস্ময়কর কান্ড করে বসেছেন। আই, কিউ টেস্ট বা বুদ্ধি পরিমাপক পরীক্ষায় ফেরিসের বুদ্ধাংক ২০০ এর মধ্যে ১৯৭ । সাধারণত প্রতি একশত কোটি মানুষের মধ্যে মাত্র একজনের বুদ্ধাংক ১৯৩ এর উপরে যায়। সেই হিসেবে বর্তমান পৃথিবীর মোট ৭শত কোটি জনসংখ্যার মধ্যে ফেরিসের মত মোট ৭ জন লোক থাকার কথা কিন্তু জন্মগত বুদ্ধি ও মেধার ক্ষেত্রে ফেরিসের কোন প্রতিদ্বন্দী নেই বললেই চলে। সাধারণ কথাই ফেরিস একজন সুপার জিনিয়াস ওর বু্দ্ধি সাধারণ মানুষের তিনগুন আর প্রতিভাবানদের দ্বিগুন। প্রতিভা সম্পর্কে তিনি যা বলেন তার মত অদ্বিতীয় ব্যক্তির কাছে তা আশা করা যায় না তিনি বলেন: “প্রতিভা আর কিছু নয় প্ররিশ্রম” আসলেই কথাটা সত্যি প্রতিভার বিকাশে কঠোর প্ররিশ্রমই গুরুত্বপূর্ণ………
ধন্যবাদ সবাইকে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন