Hi this is Asif.আমার সাইটকে আপডেট করা হয়েছে। এখন থেকে আপনারা এখান থেকে নতুন অডিও গান,ভিডিও গান,ফুল ভারশন সফটওয়্যার,মোবাইল রিংটোন ও সফটওয়্যার,ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরো পাবেন নানা আজানা তথ্য,ধন্যবাদ। .

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

মঙ্গলের মাটির নীচে প্রাণের সম্ভাবনা

সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের মাটির নীচে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে। ২০০৫ সালে খোঁজ পাওয়া মঙ্গলের কাদায় থাকা খনিজ গবেষণা করেই গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
নাসার গবেষণায় দেখা গেছে, পানি এবং পাথরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় মঙ্গলের মাটির নীচের কাদা। গবেষকরা বলছেন, এ পরিবেশ প্রাণের উদ্ভবের জন্য অনুকূল।
গবেষকরা মঙ্গলের ৩৫০টি এলাকার মাটির নীচে এমন কাদার অস্তিত্ব পেয়েছেন। কিন্তু মঙ্গলের পৃষ্ঠ পানি ধারণের উপযোগী নয় বলে পৃষ্ঠে কোথাও এমন কাদার অস্তিত্ব নেই বলেই গবেষকদের মত।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করতে নাসা আবারও রোবট পাঠাচ্ছে। ‘কিউরিসিটি’ নামের এ রোবটটি ২৫ নভেম্বর মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে, বর্তমানে মঙ্গলের বুকে ‘অপুরচুনিটি’ নামের রোবটটি কাজ চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন