ভারতের তারা টিভিতে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত ! আক্ষরিক অর্থেই হতবাক হওয়ার মতো কান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ঢাকার দর্শকরা তারা টিভি চ্যানেলের গানের অনুষ্ঠানের মঞ্চের ওপর অঙ্কিত জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করতে দেখেছেন। এরপরেও কি আমরা ভারতের চ্যানেলগুলো বয়কট করবনা ?
আর কত?
এই খবরটি সবাইকে জানান। শেয়ার করুন । মা-বোন বা যারা ভারতীয় চ্যানেল দেখে থাকেন তাদের নিরুৎসাহিত করুন এসব দেখতে। আপনারা দেখেছেন কিনা জানিনা ভারতের মানুষ আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে ফ্যান পেজ খোলে।
তারমাঝে একটি ফ্যান পেজ " ভারত ছাড়া বাংলাদেশ শেষ " ! ভেবে দেখুন কি করবেন?
ওরা হয়ত বলবে যে, বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত তো সেখানে নাই, তাহলে ওটা বাংলাদেশের পতাকা হল কিভাবে? কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা জানি তারা আমাদের পরোক্ষ ভাবে হেয় করলো ।
এটা বুঝতে তো নিশ্চয় আইনস্টাইন
হওয়া লাগে না ?
এবার আপনারা কি করবেন আপনারাই ভালো করে জানেন।
আপনার মূল্যবান মন্তব্য আশা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন