Hi this is Asif.আমার সাইটকে আপডেট করা হয়েছে। এখন থেকে আপনারা এখান থেকে নতুন অডিও গান,ভিডিও গান,ফুল ভারশন সফটওয়্যার,মোবাইল রিংটোন ও সফটওয়্যার,ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরো পাবেন নানা আজানা তথ্য,ধন্যবাদ। .

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

Frame photo creator (With Registration)

Add frame to your Photo....Just download Odin Frame photo creator.

 



New Bangla Jokes

                                   মাছের মুখে হাসিনা-খালেদা

 এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই..চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই...ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই...তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘হাসিনা-খালেদা জিন্দাবাদ।

প্রধানমন্ত্রীর ল্যাপটপ 

শেখ হাসিনা বলেছেন, "আমার সরকার DELL কে DOEL এ রূপান্তর করে বাজারে বাংলাদেশের প্রথম ল্যাপটপ ছেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, এই ল্যাপটপ দিয়ে আমি আমার ছেলের সাথে কথা বলি।"

খালেদা জিয়া বলেছেন, "সরকার এমপি ৪ চালিয়ে দিচ্ছে ল্যাপটপের নামে, জনগণ এই ল্যাপটপ ব্যবহার করবে না।"

সাহারা খাতুন বলেছেন, "এই ল্যাপটপ খুবই উপকারি, ফটোশপে এডিট করে ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আমার ছবি দেয়া মাত্রই ১০ টি ফ্রেন্ড রিকুয়েস্ট... পেয়েছি !!"

এরশাদ বলেছেন, "এই ল্যাপটপে অনেক ফরম্যাটের ভিডিও সাপোর্ট করে না বলে আমার রাতে খুব সমস্যা হয় !!"

সাধারণ জনগণ, "ভাগ্য ভাল ল্যাপটপের নাম বঙ্গবন্ধু রাখা হয় নাই।"

 

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

Symbian 3rd Edition game download


Ferrari Gt Evolution Hd




কিছু চোখ ধাঁধানো সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি


সূর্যোদয় আর সূর্যাস্ত নিয়ে অনেক ছবি তোলা হয়েছে। তবে এই ছবি গুলো একটু বেশী মাত্রায় সুন্দর।উপভোগ করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।







সনি এরিকসনের ধামাকা কিছু হ্যান্ডসেট। মিস করবেন না !!!


Sony Ericsson Xperia Arc S
Price : 435 US

Sony Ericsson txt pro
Price : US$ 125.00

Sony Ericsson Live with Walkman
Price : Coming Soon

Sony Ericsson txt pro
Price : US$ 125.00

Sony Ericsson Xperia PLAY
Price : US$ 365.00

গুগল ও স্যামসাং এর নতুন ফোন ‘গ্যালাক্সি নেক্সাস’

আশা করি সবাই ভাল আছেন। আজ আমি লিখব “গ্যালাক্সি নেক্সাস” মোবাইল নিয়ে। এই মাসের শুরুর দিকে এই মোবাইলের উন্মোচনের কথা থাকলেও স্টিভ জবসের মৃত্যুর কারনে তা পিছিয়ে দেয়া হয়েছিল। পরে অপেক্ষার অবসান ঘটিয়ে গুগল-স্যামসাং এর গ্যালাক্সি-নেক্সাস মোবাইলটি উন্মোচন করা হয়

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

New Jokes

সাউন্ড বক্সে পাইলটের কণ্ঠস্বর

বিমানে ভ্রমণের সময় সাউন্ড বক্সে হঠাৎই শোনা গেল পাইলটের কণ্ঠস্বর। ‘সম্মানিত যাত্রীসাধারণ। শুভ সকাল। আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডান দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন ধরেছে। বাম দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল বলে। আরও জানাচ্ছি যে এটা একটি রেকর্ড করা ম্যাসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন!’

Keyboard Shortcuts For Facebook

Keyboard Shortcuts For Facebook
If you spend a lot of time on facebook then why not spend it more efficiently.There are a lot of browser specific keyboard shortcuts for facebook.You can create new messages,view account settings,View notifications etc .Once you get familiar with these shortcuts you can easily navigate on facebook.In this post I will give the shortcut keys for Google Chrome,Firefox and Internet Explorer.
Here is a comprehensive list of facebook Shortcuts for each browser.
Google Chrome Facebook Shortcuts
  • Alt+1: View your News Feed
  • Alt+2: View your own Profile
  • Alt+3: View pop-up of friend requests
  • Alt+4: View pop-up of messages
  • Alt+5: View pop-up of notifications
  • Alt+6: View Account Settings
  • Alt+7: View Privacy Settings
  • Alt+8: View Facebook’s own profile
  • Alt+9: Read latest Terms of Service agreement.
  • Alt+?: Search
  • Alt+m: Compose a new message
If you are using Firefox browser then you also need to press SHIFT along with the above shortcut keys.
Firefox Facebook Shortcuts
  • Shift+Alt+1: View your News Feed
  • Shift+Alt+2: View your own Profile
  • Shift+Alt+3: View pop-up of friend requests
  • Shift+Alt+4: View pop-up of messages
  • Shift+Alt+5: View pop-up of notifications
  • Shift+Alt+6: View Account Settings
  • Shift+Alt+7: View Privacy Settings
  • Shift+Alt+8: View Facebook’s own profile
  • Shift+Alt+9: Read latest Terms of Service agreement.
  • Shift+Alt+0: Open Facebook Help Center
  • Shift+Alt+?: Search
  • Shift+Alt+m: Compose a new message
If you are using Internet Explorer then you you can use the Facebook shortcuts of Google chrome,but you have to press ENTER after each shortcut .

মজিলা ফায়ারফক্স কাস্টোমাইজ করার জন্য ২৫টি দারুন টিপস


diy-lockring-pliers72-450 copy
১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করা
লোকেশন বারে (যেখানে ওয়ের সাইটের ঠিকানা লেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।
২) সেশন রি-স্টোর বন্ধ করা 
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লিখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লিখলে বন্ধ হয়ে যাবে।

৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করা 
সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লিখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে নেয়া যাবে।
লিখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)
৫) ভাইরাস স্ক্যান বন্ধ করা
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা ব্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।
লেখতে হবে: browser.download.manager.scanWhenDone
ডিফল্ট: TrueFalse
পরিবর্তন: False (বন্ধ হবে)
৬) ট্যাব স্ক্রল কনফিগার করা 
অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ফায়ারফক্সে ট্যাব গুলার আকার(100px) হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। উদাহারন হিসাবে ৭০ দেয়া যাবে।
লিখতে হবে: browser.tabs.tabMinWidth
ডিফল্ট: 100
পরিবর্তন: 0 (বন্ধ হবে) অন্য যে নম্বর দেয়া হবে সেটি সেট হবে
৭) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্যাবে Close বাটন থাকে। এর ফলে অনেকের কাজ করতে অসুবিধা হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লিখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন  Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা  Close বাটন থাকবে
৮) স্ক্রপ্ট ওপেন হবার সময় পরিবর্তন
ফায়ারফক্স-৩ একটা স্ক্রপ্ট-এর রেসপন্স পারাব জন্যা মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করে। এর মধ্যে ওপেন না হলে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে নেয়া যায়।
লেখতে হবে: dom.max_script_run_time
ডিফল্ট: 10
পরিবর্তন: 15 বা অন্য কোন নাম্বার (10 এর বড়)
৯) বানান পরীক্ষা করা 
সাধারনত একের বেশি লাইন লেখার অপশন থাকলেই কেবল বানান চেক করা যায় তবে এটি পরিবর্তন করা যায়।
লিখতে হবে: layout.spellcheckDefault
ডিফল্ট: 1 (একের বেশি লাইনে বানান চেক করবে)
পরিবর্তন:
0- কখনোই বানান চেক করবে না
2- সকল টেক্সট বক্সে বানান চেক করবে
১০) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লিখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)
১১)মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার
(উইন্ডোজে ব্যাবহারকরীদের জন্য) ফায়ারফক্স মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে তখন ফিজিকাল মেমরীতে চাপ কমবে। প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করবে। এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউতের ডান বাটন ক্লিক করে New >> Boolean সিলেক্ট করুন।
নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True

১২) ফায়ারফক্সের গতি বাড়ান
লেখতে হবে: network.http.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.pipelining.maxrequests
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর
লিখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96
লিখতে হবে: network.http.max-connections-per-server
ডিফল্ট: 15
পরিবর্তন: 32
১৩) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো
যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে।ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানে যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।
ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লিখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে
১৪)সম্পূর্ণ URL সিলেক্ট করা
উইন্ডোজ বা ম্যাক এর লোকেশন বার-এ মাউস দিয়ে ক্লিক করলে সম্পূর্ণ URL সিলেক্ট হয় কিন্তু লিনাক্সে সেটি হয় না । যেখানে ক্লিক করা হয় সেখালেই কার্সরটি বসে থাকে। কিন্তু এটি পরিবর্তন করা যায়।
লিখতে হবে: browser.urlbar.clickSelectsAll
পরিবর্তন:
False- ক্লিক করা জায়গায় কার্সরটি থাকবে
True- সম্পূর্ণ লেখা সিলেক্ট হবে
১৫) অটোফিল URL
কোন অ্যাড্রেস লেখা শুরু করলে এর বাকি অংশটুকু লেখা হয়ে যাবে।
লিখতে হবে: browser.urlbar.autofill
ডিফল্ট: False
পরিবর্তন: True (URl অটোফিল হবে)
১৬) সকল ক্ষেত্রে একই জুম লেভেল
ফায়ারফক্সে ওয়েবপেজ গুলা জুম করে দেখা যায়। সব পেজই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন।
লিখতে হবে: browser.zoom.siteSpecific
ডিফল্ট: True
পরিবর্তন: False (সব ওয়েবসাইটের সমান জুম প্রিফারেন্স)
১৭)জুম লিমিট সেট করা
এখন যে ভাবে জুম হচ্ছে তা যদি আপনার পছন্দ না হয় তবে তা পরিবর্তন করতে পারবেন।
লেখতে হবে: zoom.maxPercent
ডিফল্ট: 300(পার্সেন্ট)
পরিবর্তন: 300 থেকে বড় কোন নম্বর
লিখতে হবে: zoom.minPercent
ডিফল্ট: 30(পার্সেন্ট)
পরিবর্তন: যে কোন নম্বর
১৮) ফায়ারফক্সে অটোস্ক্রল
উইন্ডোজে ফায়ারফক্সে অটোস্ক্রল করা যায়। কিন্তু লিনাক্সে ডিফল্ট ভাবে এই অপশনটা থাকে না। অটো স্ক্রল চালু করতে নিচের মত অপশনগুলা সেট করে অটোস্ক্রল অন করতে হবে।
লেখতে হবে: middlemouse.contentLoadURL
পরিবর্তন: False
লেখতে হবে: middlemouse.openNewWindow
পরিবর্তন: False
লিখতে হবে: middlemouse.paste
পরিবর্তন: False
লিখতে হবে: general.autoScroll
পরিবর্তন: True
১৯) Backspace বাটন সেট করা
ফায়ারফক্সে Backspace বাটনটি দুই ভাবে ব্যবহার করা যায়। আগের পেজে যেতে বা Page up এর কাজ করতে।
লেখতে হবে: browser.backspace_action
ডিফল্ট: 2 (কোন কাজ হবে না)
পরিবর্তন:
0- আগের পেজ ওপেন হবে
1- Page up এর কাজ করতে।

২০) অফলাইন ক্যাশ বাড়ানো
সাধারন ভাবে ফায়ারফক্স সর্বচ্চ 500MB অফলাইন ক্যাশ হিসাবে ব্যাবহার করে। কারও প্রয়োজন হলে এটি বাড়ানো বা কমানো যাবে।
কনফগ: browser.cache.offline.capacity
ডিফল্ট: 512000(কিলোবাইট)
পরিবর্তন: 512000 থেকে বড় কোন নম্বর দিলেক্যাশ বাড়বে
২১) ফায়ারফক্স-৩ এর বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট করা 
ফায়ারফক্স-৩ places.sqlite ফাইলে বুকমার্ক ব্যাকআপ রাখে। কিন্তু bookmarks.html এ সেভ করলে এক্সপোর্ট করা বা অন্য ব্রাউজারের সাথে সিনকোনাইজ করতে সাহায্য করে।
কনফিগ: browser.bookmarks.autoExportHTML
ডিফল্ট: False
পরিবর্তন: True(বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট হবে)
২২) অ্যাডঅন ইনস্টলের সময় ডিলে টাইম বন্ধ করা 
প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে এই ডিলে বন্ধ করা যায়।
কনফিগ: security.dialog_enable_delay
ডিফল্ট: 2000(msec)
পরিবর্তন:
0- সাথেসাথে ইনস্টল শুরু হবে
অন্য যে কোন নম্বর(msec)
২৩) সোর্স পছন্দের এডিটরে ওপেন করা 
কোন ওয়েব পেজ এর সোর্স দেখি ফায়ারফক্সের নতুন একটি উইন্ডোতে। কিন্তু এটি আপনার পছন্দের এডটরে ওপেন করা যাবে।
কনফিগ: view_source.editor.external
ডিফল্ট:  False
পরিবর্তন: True
কনফিগ: view_source.editor.path
ডিফল্ট: blank
পরিবর্তন: এডিটরের ফাইল পাথ
২৪) ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড 
ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড হয়ে যায়। কিন্তু কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে।
কনফিগ: browser.fullscreen.autohide
ডিফল্ট: True (সবসময় অটোহাইড)
পরিবর্তন: False (সবসময় টুলবার থাকবে)
২৫) Add-on সার্চ রেজাল্ট বাড়ানো
Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে কেবল ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়।
কনফিগ: extensions.getAddons.maxResults
ডিফল্ট: 5
পরিবর্তন: 5 এর থেকে বড় যে কোন নম্বর।
তাহলে আজই পরীক্ষা করে দেখুন টিপ্‌সগুলো কেমন লাগে। আর শান্তি করে সার্ফিং করে বেড়ান আগের চেয়ে কিছুটা অন্যভাবে। :)

Download The KMPlayer........Free

KMPlayer is a lightweight audio and video player for Windows that supports a wide range of different file formats, including AVI, ASF, WMV, AVS, FLV, MKV, and many more.This is a good media player.

 Screenshots:

KMPlayer  KMPlayer  KMPlayer 


মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

Download Latest Opera Browser

Download it......And use it.Opera offers free and easy to download Web browsers for computers, mobile phones and devices.                                                                                                                                          
                                      








নোকিয়া 5th Edition এ জাভা সফট্ওয়ার ও গেমগুলিকে ফুল স্ক্রীন এ দেখুন


নোকিয়ার 5th Edition বা পঞ্চম এডিশনের টাচস্ক্রীন সেটগুলির একটা অপশন সম্পর্কে অবগত করব। এটি একটি মজার এবং প্রয়োজনীয় ফিচার, যা আমি মনে করি আপনাদের অনেক প্রয়োজনে আসবে।
________________________________________________________________________________________

আসছে ডুয়েল-ডিসপ্লে ল্যাপটপ কম্পিউটার

ডুয়েল ডিসপ্লে বলতে সাধারণত বোঝানো হয় যেসব কম্পিউটারে একইসঙ্গে দু’টি ডিসপ্লে বা মনিটর সংযুক্ত থাকে। গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, পেজ মেজার ইত্যাদি বিভিন্ন পেশাদারদের কাজে দ্বিগুণ গতি এনে দেয় এই ডুয়েল ডিসপ্লে। কেননা, এর ফলে তাকে বারবার উইন্ডো সুইচ করতে হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার ল্যাপটপটিও যদি এমন ডুয়েল ডিসপ্লে হতো, তাহলে কেমন হতো?

অবাক হচ্ছেন? নিজের ছবিটি দেখুনঃ
হ্যাঁ, ইতিমধ্যেই মুখ হাঁ হয়ে গিয়ে থাকলে মুখ বন্ধ করে ফেলুন। কারণ, আসছে নভেম্বরেই বাজারের মুখ দেখতে যাচ্ছে এই জিস্ক্রিন স্পেসবুক ২-স্ক্রিন ল্যাপটপ। এটি ফোল্ড করে খোলার পর স্লাইড করে দু’টি স্ক্রিন খুলে ফেলা যাবে। উপরের ছবিতেই বুঝতে পারছেন যেসব ডিজাইনার বা এডিটর ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য এটি কতোটা কাজে আসতে পারে। আর এর কনফিগারেশনও কিন্তু যা-তা নয়। দু’টি ১৭” এলইডি এইচডি মনিটরসমৃদ্ধ ৪ অথবা ৮ গিগাবাইট র‌্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস রয়েছে যাকে বলা হচ্ছে টু-হেডেড বিস্ট বা দুই-মাথা বিশিষ্ট শক্তিশালী জন্তু!
ইতিমধ্যেই সবার মনে যেই সাধারণ প্রশ্নটি চলে এসেছে তা হলো এর ওজন। এর ওজন কিন্তু মোটেই খুব বেশি নয়। মাত্র ১০ পাউন্ড। তুলনার জন্য বলছি, একটি ১৭” ম্যাকবুক প্রো-এর ওজন ৬.৬ পাউন্ড এবং ১৭” এইচপি এনভি’র ওজন ৭.৬ পাউন্ড। সেই তুলনায় একটি মনিটরের জন্য ২.x পাউন্ড মোটেই অতিরিক্ত কিছু নয়।
তবে সুবিধা বেশি পেতে হলো খরচও একটু বেশিই করতে হবে। এই ল্যাপটপের দাম ধরা হয়েছে ১৮৯৯ ডলার থেকে ২১০০ ডলার (৭১ টাকা = ১ ডলার হিসেবে ১ লক্ষ ৩৪ হাজার ৮২৯ থেকে ১ লক্ষ ৪৯ হাজার ১০০ টাকা পর্যন্ত)। নভেম্বরেই এটি বাজারে আসার কথা রয়েছে।
তো কে কে কিনছেন এই ল্যাপটপ?

অবশেষে আসছে নকিয়ার উইন্ডোজ ফোন


আমরা প্রায় সকলেই এই কথাটি জানি।  কিছুদিন আগে নকিয়া মাইক্রোসফট এর সাথে চুক্তি করেছিলো। বর্তমানে সিমবিয়ান অপারেটিং সিস্টেমে বেশ কিছু সমস্যার কারনে তাদের জনপ্রিয়তা কিছুটা কমে গেলে নকিয়া মাইক্রোসফট  এর সাথে চুক্তি করে এবং ঘোষণা দেয় উইন্ডোজকে নকিয়ার প্রধান অপারেটিং সিস্টেমে হিসেবে । নকিয়ার প্রথম উইন্ডোজ ফোন হবে “Nokia 703″ । ফোনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে জানা গেছে এটিই হবে নকিয়ার “প্রথম উইন্ডোজ ফোন” ।
 দারুন সব ফিচারসহ হ্যান্ডসেট নিয়ে আসায় নোকিয়ার কোন বিকল্প নেই। নোকিয়া হল স্মার্টফোনের এর রাজা কিছু দিন পর পর নোকিয়া নতুন নতুন চমক নিয়ে আসে বাজারে,, তাহলে জেনে নেয়া যাক কি কি থাকবে  নোকিয়ার এই নতুন চমকটিতে :::::::

______________________NOKIA 703______________________
আগেই বলা হয়েছে এটি একটি উইন্ডোজ ফোন । নকিয়া ৭০৩ ফোনটি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭ (মেংগো)  অপারেটিং সিস্টেম এর সাহায্যে চলবে । ফোনটি 3G সাপোর্টএবল ফোন,এই ফোনটি  3.5G ও সাপোর্ট করবে । ফোনটির ওজন হবে প্রায় ১১৪ গ্রাম ।
এটিতে রয়েছে শক্তিশালী ১ গিগা হাজ্ প্রসেসর,৫১২ এমবি RAM এবং ১ জিবি R0M ।  ৩.৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের ও ৪৮০ x৮০০  রেজুলেশনে  নকিয়া ৭০৩ নিঃসন্দেহে নোকিয়ার আরেকটি অসাধারন স্মার্টফোন এর তালিকায় নাম লেখাতে যাচ্ছে । এটির ডিসপ্লেটি হবে খুবি সুন্দর ।  নকিয়া ৭০৩ এ রয়েছে Face Detection Technology সহ ৫ মেগাপিক্সেল LED Flash ক্যামেরা । নোকিয়া E7 এর মত 703 এও 30 ফ্রেম পার সেকেন্ডে ৭২০p HD অর্থা ১২৮০×৭২০ পিক্সেলের ভিডিও ধারন করা যায় ।নোকিয়া ৭০৩ এ যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন দ্রূতগতির একটি ওয়েব ব্রাউজার।এই ব্রাউজারটিতে WAP 2.0/xHTML, HTML সহ প্রায় ওয়েব পেজই support করবে । তাছাড়া এতে রয়েছে Portrait ও Landscape উভয় Mode এই QWERTY কী বোর্ড ব্যবহারের সুবিধা । এতে আরো রয়েছে উচ্চ প্রযুক্তির Bluetooth, Wifi,Audio Jack, FM Radio, TV Out সহ একটি স্মার্টফোনের সকল সুবিধা বরং তারচেও বেশি কিছু।ফোনটি   দিয়ে mp4,avi,wmv,flv সহ প্রায় সকল ফরমেট এর ভিডিও দেখা যাবে । ফোনটিতে মেমোরি কাড লাগাবার সুজোগ নেই । এটির ফোন মেমোরি হবে ৮ জিবি । ফোনটির দাম কত হবে তা জানা যায়নি তবে খুব তারাতারি ফোনটি বাজারে চলে আসবে ।  সব মিলিয়ে এটি হবে আকর্ষণীয় একটি  ফোন ।

Download Virtual webcam



Download ManyCam, it's FREE!

Available for Windows Windows and Mac OS X Mac. No spyware/adware.

What is ManyCam?

- Use your webcam with multiple programs simultaneously.
- Add text to your webcam video window with any application.
- Add cool animations to your video window.
- Show your local day and date in your video window.
- Add live CGI graphics like fire and water effects. You can even make it appear as if it is snowing inside your house!

Get Started

Learn how to start using your webcam with multiple webcam applications.

Help

Learn how to use ManyCam and create/add/submit custom webcam effects.

Contact

Get in touch with the creators of ManyCam.

Links

Software that works with ManyCam.

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

ধিক্কার জানাই ভারতীয় জনগন ও ভারতীয় টিভি চ্যানেলগুলোকে যারা আমাদের এভাবে অপমান করছে


ভারতের তারা টিভিতে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত ! আক্ষরিক অর্থেই হতবাক হওয়ার  মতো কান্ড।  শনিবার বাংলাদেশ সময়  রাত সাড়ে আটটায় ঢাকার দর্শকরা তারা টিভি চ্যানেলের গানের  অনুষ্ঠানের মঞ্চের ওপর অঙ্কিত  জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে সঙ্গীত  পরিবেশন করতে দেখেছেন। এরপরেও  কি আমরা ভারতের চ্যানেলগুলো বয়কট করবনা ?
আর কত?


এই  খবরটি সবাইকে জানান।  শেয়ার করুন ।  মা-বোন বা যারা ভারতীয় চ্যানেল  দেখে থাকেন তাদের নিরুৎসাহিত করুন  এসব দেখতে।  আপনারা দেখেছেন  কিনা জানিনা ভারতের মানুষ আমাদের  নিয়ে হাসি ঠাট্টা করে ফ্যান পেজ খোলে।
তারমাঝে একটি ফ্যান পেজ " ভারত  ছাড়া বাংলাদেশ শেষ " ! ভেবে দেখুন  কি করবেন?
ওরা হয়ত বলবে যে, বাংলাদেশের পতাকার  দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত  তো সেখানে নাই, তাহলে ওটা বাংলাদেশের  পতাকা হল কিভাবে? কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা জানি তারা আমাদের পরোক্ষ  ভাবে হেয় করলো ।
এটা বুঝতে তো নিশ্চয় আইনস্টাইন
হওয়া লাগে না ?

এবার আপনারা কি করবেন আপনারাই ভালো করে জানেন।
আপনার মূল্যবান মন্তব্য আশা করছি।