ছোট বড় সবাই মজা করতে পছন্দ করে। আমি ভাবলাম একটু মজার বিষয়ে লিখলে কেমন হয়। তাই লিখতে বসে পড়লাম। সিংহ হচ্ছে বনের রাজা। যার ভয়ে পশুপাখি একঘাটে জল পান করে। আর এই সিংহকে নিয়েই আমি বেশ কিছু কৌতুক আপনাদের সাথে শেয়ার করলাম।
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v84WWi__pPgUFP2XCD4SznD5eEDo685U0uJ5V5cm4GZ9omSmGgOHVqOCUOB66roi_zDxd0S33pd9SaeEoFg6EtzQ_e33ngHuEZGGmBZxRxhOI=s0-d)
আইনস্টাইন পদ্ধতিঃ
সিংহ যেদিকে অবস্থান করছে, তার ঠিক বিপরীত দিকে দাড়িয়ে থাকুন।
সিংহ যেহেতু সহজাত ক্ষিগ্রাতির অধিকারী, সুতরাং সিংহ দ্রুত দৌড়াবে এবং ক্লান্ত হবে তারাতারি। আর এ সুযোগে আপনার শিকার করুন। ![;)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tRCF39cx64jpKucyx5YGKL8AWIgEtIzy6DJoiv7PZTnJwVe2uX6bNftydwo3a4ksJZ9qtcOKq8_pZ1lxCCySjxC9dBH_wIQ4AScLNtoKxe-kI5nTZ3kPTbtW-C=s0-d)
পুলিশ পদ্ধতিঃ
যেকোন একটি প্রাণীকে ধরে আনুন।
এর পর এটাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ততক্ষণ মারধর চালাতে থাকুন যতক্ষন ওই প্রাণী নিজেকে সিংহ হিসেবে স্বীকার করে না নেয় ![:-D](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v-7wp49zNkSJXjx6OQ8Zp0wSUiMNqjV-y1qq7yrXEEIfSyvu6GUhQBTNsTFW08hhS8YQwMOEEUJXzW4xE14dIrqq47UVrzrhyLPmfSlU_lyub_XbmdfndtMrcD=s0-d)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদ্ধতিঃ
প্রথমে একটা বিড়াল ধরে আনুন। এরপর দাবী করুন, যে বিস্তারিত পরীক্ষা-নিরিক্ষা করার পর আপনি প্রমাণ পেয়েছেন যে ওটা আসলে একটা সিংহ।
এরপর যদি এ ব্যাপারটা নিয়ে কেউ লেগেই থাকে তাহলে জানিয়ে দিন, যে বিড়ালটিকে আপনি পরবর্তীতে সিংহ হিসেবে আপগ্রেড (Upgrade) করবেন
।
রাজনীতি পদ্ধতিঃ
প্রথমেই একটা সকাল-সন্ধা হরতাল ডাকুন।
বিকেলের দিকে নেতা-কর্মীদের নিয়ে বনের ভেতরে ভাঙচুর শুরু করুন। ভাংচুরের এক পর্যায়ে সিংহকে ধরে পিটিয়ে মেরে ফেলুন। ![:-D](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v-7wp49zNkSJXjx6OQ8Zp0wSUiMNqjV-y1qq7yrXEEIfSyvu6GUhQBTNsTFW08hhS8YQwMOEEUJXzW4xE14dIrqq47UVrzrhyLPmfSlU_lyub_XbmdfndtMrcD=s0-d)
আর্টফিল্ম পদ্ধতিঃ
প্রথমেই নিশ্চিত করুন যে সিংহটি যেন সূর্যের আলো না পায়।
এরপর সিংহটিকে একটি অন্ধকার কক্ষে রাখুন আর একপাশে শুরু মোমবাতির আলো জ্বালিয়ে রাখুন। এর পর কক্ষের চার দিকে বড় বড় সব সাউন্ডবক্সে ফুল ভলিউমে গান বাজান।
এতে স্বাভাবিকভাবেই সিংহ ক্ষেপে যাবে এবং এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে ![:-D](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v-7wp49zNkSJXjx6OQ8Zp0wSUiMNqjV-y1qq7yrXEEIfSyvu6GUhQBTNsTFW08hhS8YQwMOEEUJXzW4xE14dIrqq47UVrzrhyLPmfSlU_lyub_XbmdfndtMrcD=s0-d)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন