Hi this is Asif.আমার সাইটকে আপডেট করা হয়েছে। এখন থেকে আপনারা এখান থেকে নতুন অডিও গান,ভিডিও গান,ফুল ভারশন সফটওয়্যার,মোবাইল রিংটোন ও সফটওয়্যার,ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরো পাবেন নানা আজানা তথ্য,ধন্যবাদ। .

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

Nokia (Symbian) S60 theme download

Download some new themes from the below list.............just click the name

Download: 1.Avril.sis
                 2.Beach.sis
                 3.Borris_2.sis
                 4.Campo_Di_Girasoli.sis
                 5.Cobalt_Daisy.sis
                 6.Coolic_2.sis
                 7.Eckige_Sonnenblumen.sis
                 8.Fcbaye%29.sis
                 9.Ferrari.sis
               10.Floart.sis

Exclusive Ringtone download

Download some nice & exclusive bollywood ringtones from the below list.......just click the name

Download: 1.Dj_Raaz_club_Mix.mp3
                 2.Dj_Rhtdm.mp3
                 3.Mumbai_ganpat_tones.mp3
                 4.New_Jannat_Dj.mp3
                 5.Rnbj_Vs_Lets_D_Music.mp3
                 6.Sajna_Aa_Bhi_Ja.mp3
                 7.Sapne_Main_Milti.mp3
                 8.Sathiya_Revised.mp3
                 9.Shano_Shano_Dj_Mix.mp3
               10.Soniyo_Dj_Mix.mp3
               11.Titanic_Remix.mp3
               12.Tujme_Rab_Dj_Mix.mp3
               13.Woh_Chali_Remix.mp3

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

সিংহ নিয়ে মজার কিছু জোকস্

ছোট বড় সবাই মজা করতে পছন্দ করে। আমি ভাবলাম একটু মজার বিষয়ে লিখলে কেমন হয়। তাই লিখতে বসে পড়লাম। সিংহ হচ্ছে বনের রাজা। যার ভয়ে পশুপাখি একঘাটে জল পান করে। আর এই সিংহকে নিয়েই আমি বেশ কিছু কৌতুক আপনাদের সাথে শেয়ার করলাম।

কপি বা পেস্ট করুন ভিন্ন গতিতে “সুপার কপিয়ার”

আজ কে আমি আপনাদেরকে একটি মজার সফটয়্যার উপহার দেব । আর সেটা হলো উচ্চ গতি সম্পন্ন্ একটি  কপি/পেষ্ট করার জন্য। বিশেষ করে যাদের কম্পিউটার কম গতি সম্পন্ন তাদের কাজে আসবে বলে আমার বিশ্বাস। আর তাছাড়া কপির সময় বিভিন্ন প্রকার কাষ্টোমাইজ করার সুবিধা এই সফটয়্যারে বিদ্যমান। যেমন Stop, Pause ইত্যাদি। তাহলে আর দেরি না করে তারাতারি ডাউনলোড করে ফেলুন নিচের link হতে ।




এখন থেকে Mp3 convert করুন আপনার S60V2V3V5 ফোন দিয়ে

মোবাইল সফটওয়্যার

আমরা অনেক সময় অনেক গান ডাউনলোড করে থাকি যেগুলো 32KBPS/24KBPS এর হয়ে থাকে ।যার ফলে এর কোয়ালিটি হয় খুবই খারাপ।তবে আর সমস্যা নয় এবার MP3 CONVERT করে বানিয়ে ফেলুন 128kbps.
প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এবং নিম্নোক্ত ধাপগুলো অনুসরন করুন:

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

নতুন কিছু গাড়ির ছবি


Download the whole folder from the below link


নতুন কিছু বাইকের ছবি

Download the whole folder from the below link



Jokes


funny fani

Q: why do benagli people laugh at water?
A: because they think it's funny!

পুরো বছরের জন্য গেট পাস

কলেজের প্রথম দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলছেন ডিন:
ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না। যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ২০ ডলার জরিমানা করা হবে।
যদি দ্বিতীয়বারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ৬০ ডলার জরিমানা করা হবে। আর কেউ তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১৮০ ডলার জরিমানা করা হবে।
এমন সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ছাত্র জিজ্ঞেস করল, পুরো বছরের জন্য গেট পাস নিতে কত লাগবে?

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

বিল গেটসের সাথে টিপু পুংটার একান্ত আলাপন


সেই হার্ভার্ডে পড়ার সময় থেকেই ওর সাথে আমার পরিচয়, দেখতে কি শান্ত-শিষ্ট, মনে হয় ফ্রিজ থেকে ডিম বের করে সিদ্ধ করে খেতে পারেনা, আসলে কিন্তু তলে তলে ডিম পোচ করেও খায়। তো সেদিন বসের কাছ থেকে ফোন এলো বিল গেটসের সাক্ষাতকার নেয়া হবে, আর দায়িত্ব চাপলো আমার উপরে। আমিও খুশি, নেংটাকালের বন্ধুর সাক্ষাতকার নিব। সেই সাক্ষাতকারের চুম্বকাংশ এখানে দেয়া হলও
  • টিপু পুংটা : কেমন আছেন গেটস ভাই, শুনলাম ইদানিং নাকি আপনের বেবসার গরম একটু কম, লিনাক্সের পাবলিকরা বলে আপনের জানালারে গদামের উপর রাখছে, ঘটনা কি কনতো। বাঙালি ঝাতি আপনার এইসব গোপন তথ্য জানার জন্য যেইভাবে হা কইরা আছে,তাতে মাছি কেনও তেলাচোরাও ঢুইকা যাওনের সম্ভাবনা আছে 

  • বিল গেটস : ঠিকই ধরছেন  পুংটা ভাই, এইসব লিনাক্স প্রেমিগোরে লইয়া বড়ই দুশ্চিন্তায় আছি, আমি ঘুমাইয়া ঘুমাইয়া কত স্বপ্ন দেখতাম বাঙ্গালী একদিন 'ধনী হবার মজার খেলা' খেলে ধনী হবে, তারা আমার মাইক্রোSHITER তৈয়ার করা আজে-বাজে যাই দেই তাই লক্ষ্মী সোনার মত খাবে, কিন্তু এই লিনাক্স প্রেমিগোর জন্য আমার সেই সপ্ন এখন কক্সবাজারের চোরাবালিতে হাবুডুবু খাইতেছে। ওইদিনতো ঘুম থেইকা উইঠা দেখি লুঙ্গির লগে সাদা সাদা কি জানি, আমিতো বুঝতাছিলাম না কি জিনিষ, পড়ে মেলিন্ডারে জিজ্ঞাইলাম ওয় কইল "এইগুলান তোমার MICRO SHIIIIIIIIIT"
  • টিপু পুংটা : ও গেটস দাদা তাইলে লুঙ্গিও পড়েন
  • বিল গেটস : এইডা কি হুনাইলা পুংটা, লুঙ্গি পরুম না মানে? লুঙ্গিতো আমার ফেভারিট, আমার সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোতভাবে জড়িত
  • টিপু পুংটা : "সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোত ভাবে জড়িত" - কেমতে কি !!! লুঙ্গির সাথে আপনার সৃষ্টির কি সম্পর্ক?
  • বিল গেটস : বুঝলানা, লুঙ্গি যেমন উদার স্বাধীনতার পোশাক, আমার জানালাও একি অনুপ্রেরনায় অনুপ্রানিত। লুঙ্গি পরলে যেমন আলো-বাতাস খুব সহজ ভাবে চলাচল করতে পারে, তেমনি আমি আমার জানালাতেও ভাইরাস সহ সকল কিছুর উদার আসা যাওয়ার পথ খোলা রাখছি
  • টিপু পুংটা : হ এই বিষয়টা আমিই তুলতাম আপনে তুইল্লা ভালাই হইছে, লিনাক্সের পাবলিকরা খালি আওয়াজ তুলে আপনের জানালা বলে ইমরান হাসমির মত সিরিয়াল কিসার
  • বিল গেটস : ঠিক বুঝলাম না, যদিও আমি লিনাক্সের পাবলিকগো কথা কান দিয়ে ঢুকিয়ে অন্যখান দিয়ে বের করে দেই(কোনখান দিয়া বাইর করি তা পরে তোমারে কানে কানে কমুনে), কিন্ত এই সিরিয়াল কিসার ব্যাপারটা ঠিক বুঝলাম না
  • টিপু পুংটা : না নিন্দুকেরা কয় আপনের জানালা বলে খালি ভাইরাস, স্পাম, স্পাইওয়ার এগুলার লগে  কিসিং করে
  • বিল গেটস : এই বিষয়ে আমি একটি কথাই বলব -  "জানালা বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি" আর এতো ভাইরাস ভাইরাস কইরেননাতো, আমিতো আপনেগোরে MicroShiiit Sercurity Unesssentiaal মাগনা দিতাছি, ভাইরাস নিয়া আর কোনও কোথা না।
  • টিপু পুংটা : ওকে ভাইরাস প্রসঙ্গ বাদ। শুনলাম আপনে নাকি কইছেন আপনার পোলাপাইনগো আইপড কিনা দিবেন না, এইডা নিয়া নাকি আপনের ফ্যামিলিতে স্ট্রাইক চলতেছে?
  • বিল গেটস : হরে ভাই, কি কমু কন। অগোরে এতো কইরা বুঝাইলাম তোরা বিল গেটসের বংশের, তোরা কিল্লাইগা স্টীভ জবসের এপলের আইপড কিনবি? তোগো লাইজ্ঞাতো আমার উইন্ডোজের জুন প্লেয়ার আছে, এইডা দিয়াই মমতাজেরপোলাতো নয় সে তো আগুনেরি গোলা শুন আপাতত।
  • টিপু পুংটা : মানছে?
  • বিল গেটস : কেমনে মানব? হেতেরা বলে জুন প্লেয়ারে মমতাজের গান শুইন্না আছরাফুলের মত জোশ পায়না। আপনেই কন নিজের ঘরের মানুষই যদি আমার জিনিষ না খায়, তাইলে আপনেগোরে আজাইরা জিনিষ  হজম করামু কেমনে
  • টিপু পুংটা : উহম.........ম.........ম। আপনেতো লিওনার্দো দা ভিঞ্চির একটা নোটবুক কিনছিলেন ৩০.৮ মিলিয়ন দিয়া, এতো ডলার খরচ কইরা এই বুড়ার নোটবুক কিনলেন কেন?
  • বিল গেটস : নোটবুকটা কিনছি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, লিওনার্দো দা ভিঞ্চির যেমন সেই প্রস্থরযুগেও হেলিকপটার ডিজাইন করছিলেন, তেমনি আমিও কিভাবে আজ থেকে ৫০ বছর পরেও আমার মাইক্রোSHITER তৈরি করা প্রোডাক্ট খাওয়ামু তা শিখার জন্যই তার নোটবুকটা কিনছি।
  • টিপু পুংটা : এইটার জন্য এতো কষ্ট করন লাগেনি গেটস দাদা, এখনকার পোলাপাইন যেই গাধা টাইপের, এরা আপনের আজে-বাজে জিনিস এমনিতেই খাইবও
  • বিল গেটস : এইডা একখান খাটি কথা হুনাইছো পুংটা, এই ডিজুস আমলের পোলাপাইন বড়ই ছাগল, ওইদিন পোলারে কইলাম লিওনার্দোর নাম শুনছস, পোলায় কয় কে? লিওনার্দো-ডি-কেপ্রিও?

দেখেন অবস্থা, কই লিওনার্দো দা ভিঞ্চি আর কই লিওনার্দো-ডি-কেপ্রিও, যাউক পুংটা আজকে আর সময় নাই, পরে কথা কমুনে তোমার লগে
  • টিপু পুংটা : ওককে দাদা

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

প্রথম আলোর টেকি সমস্যা ও সমাধান!!

 প্রথম আলোর সমস্যা সমাধান কেন্দ্রিক বিভাগটি চরম বিনোদন মূলক মনে হয়, পড়ে অনেক্ষণ হাসি । যেমন দেখুন-

  • প্রশ্নঃ আমি নকিয়া এন70 মডেলের মোবাইল ব্যবহার করি। আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় কোন বাংলা লেখা খুললে তা পড়া যায় না। আমি অপেরা মিনি ব্যবহার করি। কিভাবে সমাধান পাব?
  • জবাবঃ এন70 মডেলের সেটে অপেরা মিনি ব্যবহার করলে বাংলা দেখা যাবেনা। (!!!) আপনি অপেরা মোবাইল 10 ব্যাউজার ব্যবহার করে দেখতে পারেন। (?????)
  • প্রশ্নঃ আমি 5250 মোবাইল ফোনের পাসওয়ার্ড  ভুলে গেছি। তাই ফোন লক করতে বা ফরম্যাট করতে পারছিনা। উপায় কি?
  • জবাবঃ আপনি বার বার চেষ্ঠা করছেন বলে ফরম্যাট নিচ্ছে না! (!!??!!) আপনি নকিয়া সার্ভিস সেন্টারে গিয়ে দেখতে পারেন। icon biggrin টেকি সমস্যা ও সমাধান!!
"জবাব দিয়েছেন জনৈক গাধা, সায়েম প্লাস টেলিকম!"


যারা প্রশ্ন পাঠান আর যারা জবাব দেন, তারা এই ধারাবাহিকতায় চললে কিছুদিন পরে এমন প্রশ্নউত্তর আসলেও অবাক হব না-
প্রশ্ন-১:
আমার মামা বিদেশ থেকে একটি আইপ্যাড পাঠিয়েছে, কিন্তু আইপ্যাডের সাথে কোন কিবোর্ড মাউস না থাকায় ব্যবহার করতে পারছিনা, আমি কি করতে পারি?
প্রথম আলোর বিশেষজ্ঞঃ
আপনি দ্রুত ভালো ব্রান্ডের একটি কিবোর্ড ও মাউস কিনে নিন, সাথে ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। আশা করি সমাধান পাবেন :D
প্রশ্ন-২:
আমি একটি নতুন নকিয়া এন-95 মোবাইল কিনেছি, এটা দিয়ে ভালো মুভি দেখা যায় ও গান শোনা যায়, আমার প্রশ্ন এটা দিয়ে কি কল করা যায়?
প্রথম আলোর বিশেষজ্ঞঃ
আপনার নকিয়া এন-95 মোবাইল দিয়ে কল করা যায় কিনা তা জানতে দ্রুত নকিয়া কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। :D
প্রশ্ন-3:
আমার বন্ধুরা মোবাইলে ভিডিও করতে পারে ও ছবি তুলতে পারে।  কিন্তু আমার নকিয়া-১১00 মোবাইলে ছবি তুলতে পারিনা কেন?
প্রথম আলোর বিশেষজ্ঞঃ
ভাইরাসের কারণে সমস্যা হতে পারে। আপনি দ্রুত আপনার নকিয়া-1100 মোবাইলে ভালো মানের এন্টিভাইরাস ইন্সটল করুন, তারপরেও সমাধান না পেলে কোন বিশেষজ্ঞকে দেখান। :D
প্রশ্ন-৪:
আমি একটি ফেইসবুক একাউন্ট খুলতে চাচ্ছি কিন্তু বার বার ইরর দেখাচ্ছে, কি করতে পারি?
প্রথম আলোর বিশেষজ্ঞঃ
আপনার মাদারবোর্ড, প্রসেসর, কেসিংমাউস, কিবোর্ড কোন মডেলের তা জানালে ভালো হত!
সম্ভবত আপনার র‌্যাম নষ্ট হয়ে গেছে। একটি নতুন র‌্যাম লাগালে আশা করি সমাধান পাবেন। icon biggrin টেকি সমস্যা ও সমাধান!!
প্রশ্ন-৫:
আমি বিদেশ থেকে একটি সিপিইউ এনেছি কিন্তু মনিটর কিনিনি, আমি কিভাবে টাইটানিক মুভিটি দেখতে পারি?
প্রথম আলোর বিশেষজ্ঞঃ
আপনি ভিএলসি প্লেয়ার ব্যবহার করে দেখতে পারেন। সমাধান না হলে একটি গ্রাফিক্স কার্ড কিনুন, সাথে ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন, ভাইরাসের কারণেও সমস্যাটি হতে পারে।
icon razz টেকি সমস্যা ও সমাধান!! icon razz টেকি সমস্যা ও সমাধান!! icon razz টেকি সমস্যা ও সমাধান!!
(আজকাল গাধারাও বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে প্রথম আলো না দেখলে জানা যেত না)

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

যদি এমন হতো তাহলে কেমন হতো


n793361163_2276987_6680387
আপনারাও দেখুন্ আর জানান কেমন হয় এমন হলে।

পরীক্ষার ফলাফল

দুই অভিভাবক তাদের সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করছে।
‘তা আপনার ছেলে অঙ্কে কত পেল?’
দ্বিতীয় অভিভাবকের জবাব, ‘পঁচানব্বই।’ শুনে প্রথম অভিভাবক প্রায় লাফিয়ে উঠে বললেন, ‘বলেন কী আপনি! পঁচানব্বই? আপনার এক ছেলেই পঁচানব্বই পেয়েছে? পঁচানব্বই পেলে তো আমার দু-দুটো ছেলে পাস করে যেত।’

হাসতে হাসতে পেটে খিল ধরান। হাসতে হাসতে মইরেন না, তাইলে কিন্তু বাসায় স্থান নাই


ইংরেজিতে টাইপ করলে বাংলায় অনুবাদ
অফিসে বসে কম্পিউটারে একটা বাংলা দরখাস্ত টাইপ করছিলাম। টাইপ শেষ করে প্রিন্ট দিলাম, প্রিন্ট বের হচ্ছে না। ব্যাপার কী ঠিক বুঝলাম না। যা-ই হোক, বের যখন হচ্ছে না, এটা নিয়ে মাথা ঘামালাম না আমি; অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এ সময় আমার পাড়াতো ছোট ভাই মুরাদ এল (সে মাঝেমধ্যে এসে আমার অফিসে টুকটাক কাজ করে নিয়ে যায়)। সে এসেই কী একটা ইংরেজি দরখাস্ত টাইপ করতে লেগে গেল। আমি আমার কাজে ব্যস্ত রইলাম। মুরাদ টাইপ শেষ করে প্রিন্ট দিল এবং সে দেখি আঁতকে উঠল, ‘একি, টাইপ করলাম ইংরেজিতে, বেরোচ্ছে বাংলায় দরখাস্ত!’ আমি তখন বুঝে গেছি দরখাস্তের ভাষা তো প্রায় একই। আমার বাংলা দরখাস্তটা তখন বের হয়নি কোনো কারণে, মেমোরিতে রয়ে গিয়েছিল, এখন সেটা বেরোচ্ছে। মুরাদ আমায় জিজ্ঞেস করল, আমি এমন কোনো সফটওয়্যার ইনস্টল করেছি কি না, যেটা ইংরেজিতে টাইপ করলে বাংলায় অনুবাদ হয়ে যায়। আমি এবার একটা ভাব নিলাম, ‘হ্যাঁ, নতুন একটা সফটওয়্যার বাজারে এসেছে, তুই জানিস না?’ মুরাদ বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল!

কী তার দেমাগ
কম্পিউটার-টেবিলের নিচে এক ইঁদুর আরেক ইঁদুরকে বলছে, ‘এই টেবিলটার ওপর একটা সাদা ইঁদুর আছে, নিচে নামেই না, কী তার দেমাগ!’
la

ফটোকপিতে ভুল
এক লোক কিছু কাগজ ফটোকপি করে খুব মন দিয়ে অরিজিনাল কাগজগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে লাগল। আরেকজন প্রশ্ন করল, ‘এত মনোযোগ দিয়ে কী দেখছেন?’ লোকটি বলল, ‘দেখছি, ফটোকপিতে কোনো ভুল হয়েছে কি না ?’

ec_1253_1249196044.post
সবাই সেলফোন ব্যবহার করতো
একবার এক সম্মেলনে, একজন বাংলাদেশী এবং একজন আমেরিকান প্রাচীনকালের প্রযুক্তি সম্পর্কে কথা বলছিল, তো কথোপকথনে তারা তাদের নিজ নিজ দেশের অবস্থান আলোচনায় নিয়ে আসেন,
দু’জনের মধ্যেই কথা কাটাকাটি চলছে-
বাংলাদেশী: আমরা প্রাচীন কালে প্রযুক্তি বিদ্যায় অনেক অগ্রসর ছিলাম। তোমাদের মতো সাদা চামড়ার মানুষই আমাদের বর্তমান দুর্গতির কারন।
আমেরিকান: তোমরা তখনও মাথামোটা ছিলে এখনও তাই, প্রযুক্তি ট্রযুক্তি কিছু না, তোমাদের স্থুল বুদ্ধিই তোমাদের দুর্গতির কারন। আর চিকন বুদ্ধির কারনেই আমরা তখন আর এখন দুই সময়েই প্রযুক্তিতে উন্নত।
তো যাই হোক, দু’জনেই তাদের নিজ নিজ যুক্তি পোক্ত করার উদ্দেশ্যে, প্রত্নতাত্বিক নিদর্শন সংগ্রহের জন্য তাদের স্বদেশে ফিরে গেলেন ।
কিছুদিন পরে, আমেরিকান লোকটি খনন কাজ শুরু করলো এবং খনন শেষে একটি পুরানো পেঁচানো তার উদ্ধার করলো।
তারপর সে সম্মেলনে ফিরে এসে বর্ণনা করলো- আমেরিকান সভ্যতা প্রাচীন কালেও অনেক অগ্রসর ছিলো কেন না এই তারটি প্রমান করে যে সেই সময়ে আমেরিকার মানুষ টেলিফোন ব্যবহার করতো।
এরপর বাংলাদেশী লোকটি দেশে ফিরে খনন কাজ শুরু করলো।
অনেক খোড়াখুড়ির পরেও লোকটি কিছুই উদ্ধার করতে পারলো না।
তো সম্মেলনে ফিরে লোকটি বর্ণনা করলো, বাংলাদেশের সভ্যতা প্রাচীন কালে বর্তমানের চেয়েও বেশী উন্নত ছিলো। তখন গ্রামে গ্রামে সবাই সেলফোন ব্যবহার করতো কেন না খনন কাজে আমরা কোন টেলিফোন তার পাই নি।।
laugh
কপি রেখে ডিলিট
: স্যার, পিসিতে ২০ বছর আগের প্রচুর ডাটা আছে, ওগুলো ডিলিট করে দিই?
: অবশ্যই, তবে কপি রেখে ডিলিট কোরো কিন্তু।
johnny-depp-tip
ইন্টারনেটের যুগে
ছোট্ট এক বাচ্চা স্কুলে যাচ্ছে। পথিমধ্যে এক পরিচিত বয়স্ক লোকের সঙ্গে তার দেখা। তিনি রসিকতা করে ছেলেটিকে উদ্দেশ করে বললেন, বাবু তোমার পোস্ট অফিস তো খোলা।
ছেলেটিও কম যায় না। ঝটপট উত্তর দিল, সেকি আঙ্কেল! আপনি তো দেখি ব্যাক ডেটেড। এই ইন্টারনেটের যুগেও আপনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে আছেন!



কার্টুন রঙ্গ-প্রযুক্তির অতিরিক্ত ব্যাবহার


প্রযুক্তির নতুন নতুন পণ্য ব্যাবহারের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এদের অনিয়মিত ব্যাবহার। কেউ কেউ এই সব প্রযুক্তি পন্য ব্যাবহারের আধিক্যকের কারনে পড়েন নানান রকমের ঝামেলায়। আজকাল ছোট ছোট শিশুরাও মোবাইল, ইন্টারনেট সহ নতুন নতুন প্রযুক্তির সাথে কিভিবে জরিয়ে যাচ্ছে তার উপর দুইটি কমিকস দেখতে পাবেন। এরকম কোন অনাকংক্ষিত কোন পরিবেশে পড়েন কিনা তার উপরে মতামত দিন।

কমিক্স-১

ধারাবাহিক কমিকসঃ পর্ব এক-প্রযুক্তির অতিরিক্ত ব্যাবহার

কমিক্স-২

ধারাবাহিক কমিকসঃ পর্ব এক-প্রযুক্তির অতিরিক্ত ব্যাবহার

ল্যাপটপ কে আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করুন মাত্র ১০/১৫ টাকায়



আপনার ল্যাপটপকে ( ইচ্চা করলে ডেক্সটপকেও ) আ্যপল ম্যাকবুক এয়ার এ কনভার্ট করতে পারেন  মাত্র ১০/১৫ টাকায় । নিচের Step গুলা অনুসরন করলেই হবে


১. বাজার থেকে ১০/১৫ টাকায় (কমেও পাওয়া যায় ) একটা আপেন কিন্না আনেন ।
২. এক কোনায় একটা কামড় দিয়া খাইয়া ফালান । ( পুরাডা খাইয়েন না আবার )।
৩. কিছু একটা দিয়া এইডা ল্যাপটপের পিছনে দেন লাগাইয়া , গেল কনভার্ট হইয়া ।


আমার চেয়ার টেবিল বই পত্র সব আ্যাপেল বানায় ফালামু ভাবতাছি :) :P

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ধূমপান, যুগযুগ ধরে চলে আসা আধুনিকতা? নাকি আসলেই বিষপান


মার্ক টোয়েনের সেই বিখ্যাত উক্তিটি দিয়ে শুরু করি?
“সিগারেট ছেড়ে দেয়া একদম সহজ। আমি তো হাজারবার ছেড়েছি”।
.
.
সিগারেট হল সেই মারাত্মক ব্যাধি যা অমিত সম্ভাবনাকে আমাদের অজান্তে আমাদের পঙ্গু করে দিচ্ছে চিরতরে। শেষ করে দিচ্ছে একটি সম্ভাবনাময় জাতির ভবিষ্যতের দৃপ্ত পথচলার।

ধূমপানঃ যেভাবে শুরু হয়-


শারীরিক ও মানসিক কারনঃ

  • বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেস থেকে মুক্তির জন্য মানুষ সিগারেট ট্রাই করে দেখে, কিন্তু পরে আর ছাড়তে চায় না । বলা যায় ছাড়তে পারে না।
  • “আমার সব দুশ্চিন্তাকে একদম বাতাসে উড়িয়ে দিলাম”- ভাবনাটা যুগে যুগে সিগারেট খাওয়ার প্রসারে একটি বড় কারন।
  • অনেকের  কাছে সিগারেট খেলে ‘রিলাক্সড’ মুড আসে। আমার এক খালুকে দেখতাম অফিস থেকে ফিরে কম্পিউটার নিয়ে ইমেইল-এ বসার সময় সিগারেট না খেলে তার হতোই না।
  • তীব্র শোক, যা মানুষকে একদম ভেতর থেকে আঘাত করে, এই শোক ভুলতে আমরা নিজেকে কষ্ট দিয়ে হালকা হতে চেয়ে সিগারেটে আসক্ত হয়ে পড়ি।
  • শুধুমাত্র মজা হিসেবে মানুষ সিগারেটে আসক্ত হয়ে পড়ে। অনেকে দেখা যায় দীর্ঘ সময় ধরে কাজ করার পর একটা সিগারেট খেলে ‘ভাল’ বোধ করতে থাকে। এটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক।
  • নিজেকে উৎসাহিত করার জন্য স্মোকাররা সিগারেট নিয়ে থাকে। যেমন, আমরা অনেকে সিগারেটকে একটা পুরষ্কার হিসেবে দেখে থাকি। “হ্যা, এই কাজটা করে নেই, এর পরেই একটা সিগারেট খাব, সব ঝামেলার চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে”- এই ভাবনাই বলে দেয় পুরষ্কার হিসেবে সিগারেট স্মোকারদের কতটা প্রিয়।
  • সময় কাটানোর জন্য একাকীত্বের সঙ্গী হিসেবে সিগারেট একটা বিরাট ভূমিকা পালন করে স্মোকারদের কাছে। কারো জন্য কিছু না করে আধ-ঘন্টা অপেক্ষা করা বোরিং মনে হতে পারে, কিন্তু সিগারেট ধরিয়ে নিলেই যেন মনে হয় সময় একদম দ্রুত কেটে যাচ্ছে। এমনকি, সিগারেট এখন এতটাই সময়ের করেস্পন্ডেন্ট যে অনেকে বলেন, “এই রাস্তা দিয়ে হেটে যাও, তিনটা সিগারেট শেষ হতে হতেই তুমি পোস্ট অফিসে পৌছে যাবে!”
  • অনেকে আবার সিগারেট সাথে থাকলে নিজেকে একা মনে করেন না, সিগারেটকে সাথীর মত মনে করেন।
  • অনেকে ধোঁয়ার খেলা দেখতে পছন্দ করেন, সিগারেটের ধোঁয়া দিয়ে রিং বানিয়ে অন্যদের মজা দিতে চান। এতে করে যে নিজের ও দর্শক দুজনেরই বিরাট ক্ষতি হচ্ছে সেসময় সেই জ্ঞান থাকে না।
  • “দিনে কয়টা?”- সম্ভবত স্মোকারদের মধ্যে সবচাইতে জিজ্ঞাসিত প্রশ্ন। যার যত বেশি, সে তত বেশি অন্যদের চেয়ে ‘বেশি আসক্ত’ বোঝাতে ব্যবহার হয়। এবং এখানে ‘বেশি আসক্ত’ ব্যাপারটি বেশ কেউকেটা কিছু একটা বোঝাতে ব্যবহার হয়।
  • ব্র্যান্ডিং একটা বিরাট ব্যাপার। যার বেশি টাকা, সে বেশি দামী সিগারেট খাচ্ছে এতে তার বিত্ত ও ক্ষমতার একটা প্রকাশ হচ্ছে পরোক্ষভাবে। একারনে অনেকে শুধুমাত্র অন্যদের সামনেই সিগারেট খায় ‘আলাদা ভাব’ প্রকাশ করার জন্য।

সামাজিক কারনঃ

  • টিনেজারদের মধ্যে সিগারেট আসে নিজেকে ‘বড় হয়ে গিয়েছি’ নামক পর্দায় আড়াল করার ইচ্ছায়।
  • ‘নতুন এক্সপেরিয়েন্স’ কিংবা ‘আমার প্রথম সিগারেট’ এই এডভেঞ্চারের স্বাদ নিতে।
  • টিভিতে মুভি, ড্রামা, ভিডিও সং ইত্যাদিতে নায়ক নায়িকাকে স্মোক করতে দেখে নিজে উৎসাহিত হয়ে।

সিগারেটের বিস্তারঃ

সিগারেট কাউকে একদিনে ধবংস করে দেয় না। বয়স হবার সাথে সাথে ধীরে ধীরে এর কুফল দেখা দিতে থাকে। আমার দাদীর ছোট ভাই, অর্থাৎ আমার দাদা ছিলেন একজন স্কুলশিক্ষক। তিনি প্রচুর ধুমপান করতেন। শেষ বয়সে তিনি অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা যান ২ বছর আগে। উনি অতিরিক্ত ধূমপানে এমন অবস্থা করেছিলেন নিজের, যে, প্রায় প্রতিদিন তাকে একঘন্টা অক্ষিজেন দিতে হত। তা না হলে তিনি শ্বাস নিতে পারতেন না ও প্রচন্ড কাশতেন। তিনি শীতের সময় ঘরের বাইরে বের হতে পারতেন না। আমার বাবা ডাক্তার, প্রায়ই তাঁকে দেখতে যেতেন আর একটা কথা দাদা বলতেন নিজেই- “সিগারেট খেয়ে নিজের চরম সর্বনাশ করছি, বাবা”। কিন্তু কারো কিছু করার ছিল না। সিগারেটের প্রতি আমার সে-সময় প্রচন্ড ঘৃনা ছিল। তিনি মাত্র ৬৫ বছর বয়সে মারা গেলেও আমার দাদী উনার চেয়ে ৪ বছরের বড় হয়েও দিব্যি সুস্থ আছেন।
প্রতিবছর প্রায় প্রায় ৫.৫ ট্রিলিয়ন সিগারেট তৈরি করা হয় (1), আর প্রায় ১.১ বিলিয়ন মানুষ সিগারেট খায়। এর মধ্যে প্রতি ১০০ জনেঃ
1.     এশিয়ায় প্রায় শতকরা ৪৪ভাগ পুরুষ ও ৪ ভাগ মহিলা সিগারেট খান।
2.     ইউরোপে নারীদের স্মোকিং-এর হার বেশি, প্রায় শতকরা ৪৬ভাগ পুরুষ ও ২৬ ভাগ মহিলা,
3.     আমেরিকায় এটি প্রায় ৩৫ ও ২২ ভাগ।
4.     কিন্তু পশ্চিম মহাসাগরীয় অঞ্চলে সিগারেট মহামারির মত প্রায় ৬০ ভাগ পুরুষ ও ৮ ভাগ নারীর হাতে চলে গিয়েছে।

কিছু নামকরা ব্রান্ডের সিগারেট হলঃ


পরিবেশের উপর প্রভাবঃ

উইকিপিডিয়া থেকে জানা যায়, সিগারেটের ফিল্টার যা আমরা ফেলে দেই, তা হল সেলুলোজ এসিটেট যা পঁচে যায়, কিন্তু এই প্রক্রিয়াটি অনেক দীর্ঘ যা একমাস থেকে তিন বছর এমনকি ১০ থেকে ১৫ বছর পর্যন্ত লাগতে পারে। (2)
সিগারেট এমন একটি Dynamic Environment Pollutant, যা শুধু কনসিউমারকেই নয়, আশেপাশে অবস্থিত সকল নন-স্মোকারকেও আক্রান্ত করে। তবে ভয়াবহ ব্যাপারটি হল, এই আক্রমনের মাত্রা স্মোকারদের চেয়েও নন স্মোকারদের উপর বেশি।
২০০৬ সালে International Coastal Cleanup সংগঠনটি জানায় তাদের পরিষ্কার করা আবর্জনার প্রায় ২৪.৭% হল সিগারেটের ‘বাট’ যা আমরা ফেলে দেই এবং এটি অন্য যেকোন ক্যাটাগরির আবর্জনার চেয়ে একক ক্ষেত্রে সবচাইতে বেশি। (3)
সিগারেটের ফেলে দেয়া ‘বাটের’ আগুন অনেকেই পা দিয়ে মাড়িয়ে নিভিয়ে ফেলে না। এই আগুন যদি কোন দাহ্য পদার্থের কাছে আসে, তা মূহুর্তের মধ্যে দাবানল সৃষ্টি করতে পারে। (4) (5)
সিগারেটের বাটে যেটুকু কেমিক্যাল লেগে থাকে,তা নিশ্চয়ই বেশি নয়। কিন্তু এমন মিলিয়ন মিলিয়ন সিগারেটের ক্যামিকেল বৃষ্টির পানির সাথে সুয়ারেজের লাইনে প্রবেশ করে তা পানিকে আরো দূষিত করে যা পানি সরবরাহকারী সংস্থার পানি শোধনে বাধা সৃষ্টি করে।

সিগারেটে কি কি থাকে?


জানতে চান? দেখেন এবার বিশ্বাস হয় কি না। বিশ্বাস না হলেও, এগুলো সত্যি।

  • Nicotine- সিগারেটের মূল আসক্তি সৃষ্টক উদাপান। মস্তিষ্কে ডোপামিন তৈরি করায়। দেহে রিলাক্সেশন ও উত্তেজনা দেয়।
·        Acetone - নেইল পালিশ তোলার কাজে ব্যবহৃত হয় !!!!
·        Ammonia - নিকোটিনের কাজে প্রভাবক।
·        Tar - আলকাতরা !!!
·        Benzene - তেল, রাবার, রঙ এর দ্রাবক !!!
·        Cadmium - ব্যাটারি তৈরি করতে ব্যবহার হয় !! কিডনি ক্যান্সার ও লাং ক্যান্সারের আহবায়ক !
·        Hydrogen cyanide - ইঁদুর মারতে ব্যবহৃত হয় !! একেবারে যদি বেশি পরিমাণে ভেতরে যায়, সাথে সাথে মৃত্যু হয়।
·        Ammonia
·        Carbon monoxide (CO) - শরীরের অক্সিজেন বহন ক্ষমতা কমায়।
·        Nitrogen oxide

মানব শরীরে সিগারেটের ধবংসাত্বক পরিণতিঃ

  • সিগারেটের কারনে ফুসফুসে ক্যান্সার হয়।

এখানে ২ নাম্বার ছবিতে দেখুন লাং-এর মাঝ বরাবর ক্যান্সার কোষ জন্ম নিচ্ছে!
  • স্মোকিং হার্ট এটাক ও স্ট্রোক ঘটায়।
  • ধমনীতে(করনারি আর্টারি) ব্লকেজ তৈরি করে। তখন এনজিওপ্লাস্টি করে আর্টারিতে রিং পরাতে হয়, এই রিং ১০ বছরের মতন থাকে। এরপর অবস্থার উন্নতি না হলে বাইপাস সার্জারি (ওপেন হার্ট) করানো ছাড়া কোনো উপায় থাকে না।
  • দিনে ২০ টা সিগারেট খাওয়া স্মোকার প্রতি বছর প্রায় ১ কাপ পরিমান টার(আলকাতরা) ধোঁয়ার সাথে ভেতরে নেয়। এই টার লাংস-এ ঝুল সৃষ্টি করে আবৃত করে রাখে !!
  • কার্বন মনোক্সাইড আমদের পেশি, টিস্যু ও ব্রেনের অক্সিজেনকে নিঃশেষ করে দেয়। ফলে হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এসব টিস্যুকে অক্সিজেনেটেড রাখতে। ফলে একসময় দেহের বায়ু প্রবেশপথ ফুলে ওঠে ও শেষে দেখা যায় ফুসফুসে(Lungs) কম বাতাস প্রবেশ করে।
  • সিগারেট ফুসফুসে ‘এমফাইসেমা’ সৃষ্টি করে। ‘এমফাইসেমা’ হলে ধীরে ধীরে ফুসফুস পঁচে যায়। ‘এমফাইসেমা’ রোগীর যখন তখন ব্রংকাইটিস হয়ে থাকে। যেকোনো সময় হার্ট কিংবা লাংস ফেইল করতে পারে।

  • প্রাপ্ত বয়স্কে প্রতি ৫ টি হার্টের অসুখে মৃত্যুর মধ্যে স্মোকিং-এর কারনে হয় ১ টি!
  • অপ্রাপ্ত বয়স্কে প্রতি ৩ টি হার্টের অসুখে মৃত্যুর মধ্যে স্মোকিং-এর কারনে হয় ১ টি!
  • গর্ভাবস্থায় স্মোকিং করলে ঘনঘন গর্ভপাত, জন্মের আগেই বাচ্চার মৃত্যু হতে পারে, আর বাচ্চার যদি জন্ম হয়ও দেখা যায় সেই বাচ্চা কম ওজন নিয়ে বা অপরিণত অবস্থায় জন্মগ্রহন করে।
  • সিগারেট মুখে বাজে গন্ধ সৃষ্টি করে। দাঁতের ও মাঢ়ির ক্ষয় ঘটায়।
  • সিগারেটের কারনে স্কিনে অক্সিজেন কম আসে, ফলে অল্প বয়সে বৃদ্ধদের মত রুক্ষ স্কিনের সৃষ্টি হয়। এমনকি কম অক্সিজেনের কারনে অঙ্গে পঁচন দেখা দিলে শেষ পর্যন্ত তা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না।
  • হাড়ের ক্ষয় ঘটায়। মেয়েদের ক্ষেত্রে এটি আরো মারাত্মক। কেননা মেয়েরা এম্নিতেই অস্টিওপরেসিসে ভুগে বেশি, তার উপর ধুমপায়ী মেয়েরা ১০-১৫% বেশি এ রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে পড়ে।
  • পাকস্থলির ক্যান্সার বা আলসার, কিডনি, অগ্নাশয়, ব্লাডারের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

সুতরাং দেখা যায়, স্মোকিং হল নিজেই নিজেকে ধীরে ধীরে অপমৃত্যুর দিকে এগিয়ে নেবার অপর নাম।

তাই সচেতন হয়ে এখনি আমাদের সিগারেট ছেড়ে দিতে উদ্যোগী হতে হবে।

আবার ঝোকের বশে হাজারবার হঠাৎ করে নয়, ধীরে ধীরে নিজের কল্যানেই সিগারেট ছেড়ে বিশুদ্ধ খাবারের দিকে আমাদের দৃষ্টি ফিরিয়ে আনতে পারলেই সুস্থ জাতি হিসেবে আগামীর যাত্রায় নেতৃত্ব দেয়ার যোগ্যতা আমাদের হবে।

ধন্যবাদ।

কোরআন শরীফ-এর ”মূল সূরা”(আল কোরআনেও এর দ্বিতীয় নেই)- কোনটি আপনি কি জানেন ও এর ফজিলত কত বড় দেখুন।কেউ মিস করবেন না অনুরোধ


সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ঠ হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আল-কোরআনে সবচেয়ে বেশি (এই সূরাটির মধ্যে) আল্লাহর প্রতি ভালবাসা ও ফজিল বলা আছে।আল্লাহ ও হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নামাজের দাওয়াত কেন দিতে বলে এবং কেন নামাজে আসার জন্য আহ্ববান করে,এক বার পড়ে দেখুন।

সূরা -ফাতিহা

  •  সূরা ফাতিহাকে বলা হয় ''উম্মুল কোরআন ''( কোরআন শরীফ-এর মূল) ‘উম্মুল কিতাব’ কোরআন এর মা, ‘কোরআন-নুল আজিম’ মহাগ্রন্থ আল কোরআন বলা হয়, সমস্ত আসমানী কিতাবে যা নাযিল হয়েছে তা সবই বরং তার চেয়ে বেশি হুকুম নাযিল হয়েছে কোরআন শরীফ-এর মধ্যে।পুরো কুরআন শরীফ-এ যা নাযিল হয়েছে তা সবই বর্ণিত রয়েছে সূরা ফাতিহা-এর মধ্যে  ।সূরাতুল-ফাতিহার আয়াত সংখ্যা ৭। প্রথম তিনটি আয়াতে আল্লাহ্'র প্রশংসা এবং শেষের তিনটি আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহ্'র নিকট প্রার্থনা ও দরখাস্তের বিষয়বস্তুর মিশ্রণ। মধ্যের একটি আয়াত প্রশংসা ও দোয়া ।এই সূরার মধ্যে খালিক, মালিক, রব, আল্লাহ জাল্লা শানহু-এর পরিচয় বর্ণনা করা হয়েছে।

===হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর হাদিস===

‘‘তোমরা কিরূপ লোক থেকে তোমাদের দ্বীন (ইলম বা নছীহত) গ্রহণ করছো, তা ভালোরূপে লক্ষ করো  এবং যে, আল্লাহর হাতে আমার জীবন-মরণ, আমি তাঁর শপথ করে বলছি, সূরা আল-ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজীল, যাবুর সহ অন্য কোন আসমানী কিতাবে তো নেই-ই, এমনকি পবিত্র আল কোরআনেও এর দ্বিতীয় নেই।''
(বোখারী শরীফ,মুসলিম, তিরমিযী, মেশকাত, শরহে নববী, মোজাহেরে হক্ব,শরহুত্ ত্বীবী,মায়ারেফুস সুনান, মেরকাত, লুমাত, আশয়াতুল লুমাত,  তা’লীকুছ ছবীহ, )
  • যে কারণে সূরা ফাতিহা ফরয, ওয়াজিবসুন্নতনফলমুস্তাহাব সব নামাজেই এবং প্রত্যেক রাকায়াতেই পড়াটা অপরিহার্য করে দেয়া হয়েছে।সূরায়ে ফাতিহা প্রত্যেক ''রোগের'' ঔষধ বিশেষ( সূরায়ে শেফা)ও বলা হয়েছে।
  • এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে নামায পড়ে অথচ সূরা ফাতিহা জানে না। আবার যারা সূরা ফাতিহা জানে তারা কম বেশি প্রত্যেকেই সূরা ফাতিহার অর্থ সম্পর্কে জ্ঞান রাখে।অতঃপর আল্লাহ পাক-এর নিয়ামতপ্রাপ্ত রসূল ও আউলিয়ায়ে কিরামগণের পরিচয় তুলে ধরে উনাদের পথে চলার জন্য আদেশ করা হয়েছে।আউলিয়াদের প্রতি আল্লাহর আয়াত নাজিল হয়েছে- ‍”আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন …..ইয়্যাহ জানুন অর্থ- জানিও নিশ্চয় আল্লাহর আওলিয়াদের কোন ভয় নাই তাঁরা দু:খিত হইবে না” সূরা-১০:৬২।

হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক বর্ণিত আক্ষরিক( নেকী)

সূরা ফাতিহা

আলহামদু=শব্দটিতে ৫টি অক্ষর :আছে। পাঠকারীকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ভুল ত্র“টি থাকিলে ক্ষমা করিয়া দেওয়া হয়।

লিল্লাহ=পর্যন্ত ৮টি অক্ষর : পাঠকারীর জন্য বেহেশতের ৮টি দরজা খুলিয়া দেওয়া হয়।

রাব্বিল আল আমিন=পর্যন্ত ১৮টি অক্ষর: পাঠকারীকে ১৮ হাজার মাখলুকাতের ইবাদাতের সওয়াব দেওয়া হয়।

আর রাহমান=পর্যন্ত ২৪টি অক্ষর:পাঠকারীকে ২৪ ঘন্টার কৃত পাপ হইতে রেহাই দেওয়া হয়।

আর রাহিম=পর্যন্ত ৩০টি অক্ষর: পাঠকারী কিয়ামতের মাঠে ৩০ হাজার বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে।

মালীকি ইয়াওমিদ্দিন=পর্যন্ত ৪২টি অক্ষর: পাঠকারীকে ১ বৎসরের পাপ ক্ষমা করা হয়।

ইয়া কানাবুদু=পর্যন্ত ৫০টি অক্ষর: পাঠকারীর সহিত কেয়ামতে ৫০ হাজার বছরের সমতুল্য দিনে কৃপা পূর্ণ ব্যবহার করা হবে।

ওইয়াকানাসতাইন=পর্যন্ত ৬১টি অক্ষর: পাঠকারীকে আসমান, জমিনে ৬১টি রহমতের দরিয়ার প্রতি বিন্দু পানির সমতুল্য সওয়াব দেওয়া হইবে এবং গুনাহ আমল নামা হইতে ধুইয়া ফেলা হইবে।

ইহ দিনাস সিরাত্বাল মুসতাকিম=পর্যন্ত ৮০টি অক্ষর:পাঠকারীকে সরাব পান হইতে বাঁচাইয়া উহার ৮০ দোররা শাস্তি হইতে রক্ষা করিবে।

সিরাত্বল্লাজিনা আন-আমতা আলাইহিম’'=পর্যন্ত ৯৯টি অক্ষর: পাঠকারী আল্লাহ তালার ৯৯ নামঅবলম্বনে সমস্ত জিকিরের সওয়াব পাইবে।

গাইরিল মাগদুবে আলাইহিম''=পর্যন্ত ১১৪টি অক্ষর” পাঠকারীকে কোরান শরীফের ১১৪টি সূরা পাঠকারীর সমষ্টির সওয়াব দেওয়া হইবে।

ওয়ালাদ দোয়ালিন=পর্যন্ত ১২৪টি অক্ষর। যিনি পাঠ করবেন তিনি ১ লক্ষ ২৪ হাজার পয়গাম্বরের এবাদতের সমষ্টির  সওয়াব পাবেন।

<<<<<সূরা আল-ফাতিহার বাংলা অনুবাদ>>>>>

মক্কায় অবতীর্ণঃ আয়াত সাত

''পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্'র নামে আরম্ভ করছি''

() যাবতীয় প্রশংসা আল্লাহ্ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
() যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
() যিনি বিচার দিনের মালিক।
() আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
() আমাদেরকে সরল পথ দেখাও,
() যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
() তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হযেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।''

*আশারাখি আল্লাহ আমাদের বেশি বেশি এই সূরাটি নামাজের মধ্যে ইমামসাহেব যেভাবে তেলওয়াতকরে ঠিক সেভাবে আমারও নামজে পড়তে পারি।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। সুতরাং সুরা  ফাতিহার আমল যে রপ্ত করতে পারবে সে আল্লাহর  এমন সব কুদরত প্রত্যক্ষ করবে যা বর্ণনা করা সম্ভব নয়।

বি:দ্র-
  • *মঈন উদ্দিন চিশতী (রহঃ)বিষয় এ জানার জন্য-http://www.khwajamoinuddinchishti.com/
  • আমাদের মাজে একটা সমস্যা কি নামাজ-কালাম এর খবর নেই আর ইসলাম ,কুরআন, সুন্নাহ , এ বাড়াবাড়ি কিংবা সংযোজন, পরিবর্তন হচ্ছে।আমি আবারো বলি ইসলাম সঠিক ভাবে প্রচারে মুসলমান ভাইরা এগিয়ে আশুন।

আপনাদের সুবিধার্থে
এই প্রত্যাশা রেখে 
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....