Teracopy নাম আমরা সবাই জানি।এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নাই।দ্রুত
গতিতে ফাইল কপি পেস্ট করার জন্য এর থেকে ভালো আর সফটওয়্যার নেই।
Teracopy এর নতুন ভার্সন বের হয়েছে।২.২৭। আসুন,দেখে নেই কিভাবে এই সফটওয়্যার টি রেজিস্টার করতে হবে।
- প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন
- .rar file টি extract করুন।
- সফটওয়্যার টি রান করে ইন্সটল করুন।
- এবার serial.txt ফাইল টি ওপেন করে পুরো সিরিয়াল কী কপি করুন।
- সফটওয়্যার টি ওপেন করুন।
- ছবিতে দেখানো অনুযায়ি উপরের Menu তে ক্লিক করুন।এবার About এ ক্লিক করে Enter Key তে ক্লিক করুন।
- দেখবেন আপনাআপনি সফটওয়্যার টি রেজিস্টার হয়ে গেছে।
সবাইকে ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন